সব আছে এক ই … তবু
—————————-
সুপ্রিয়া চৌধুরী
————
সব ই আছে এক সেই নীলাকাশ
সূর্য চন্দ্র তারা
আকাশের গায় সাদা কালো মেঘ
ঝরায় বৃষ্টি ধারা।
সব আছে একই প্রাণ ভরে দেখি
লাগেনা তো একঘেয়ে
সাজাই তারার নতুন মালা
আকাশের পানে চেয়ে।
সিক্ত হাওয়ায় রামধনু ওঠে
হঠাৎ যখন হেসে
দুঃখ কান্না দূরে দেয় পাড়ি,
সাত রঙে গিয়ে মেশে।
ফুলের বাগান ভরে যায় কত
নাম না জানা ফুলে
রঙবেরঙের প্রজাপতি সব
ফুলের মাঝেই খেলে।
সবই আছে এক, থাকবেও এক,
হাজার বছর পরে
থাকবো না শুধু তুমি আর আমি,
চলেই যাবো যে সরে।
এ প্রকৃতি তবুও সাজবে আবারো
নতুন নতুন সাজে-
সব আছে শুধু হৃদয়টুকুই,
নেই প্রকৃতির কাছে।
————————————————————