শিক্ষক দিবস
—————-
সুপ্রিয়া চৌধুরী
—————
শিক্ষকদের সম্মানার্থে
একটি বিশেষ দিন-
কৃতজ্ঞতা ধন্যবাদে ও
শোধ হবে না এ ঋণ ।
জীবনের প্রতিটি পদক্ষেপে
তোমরা দিয়েছো জ্ঞান,
ভুলবো না মোরা ভুলবো না
কখনো
তোমাদের অবদান।
মানুষ গড়ার মহান কার্য্যে
তোমাদের প্রতিশ্রুতি-
হিংসা দ্বেষ ভুলে গিয়ে
সবে জাগালো সম্প্রীতি ।
যেখানেই থাকো, ভেবে নেবো আজ,-
আছো আমাদেরই সাথে,
ভুলবো না মোরা ভুলবো না
কখনো
এগিয়ে চলার পথে।
তোমাদের স্নেহ ভালবাসা
কত আদর আশীর্বাদ-
উজাড় করে সবটুকু দিয়েছো
দেখাও নি ভেদভাব ।
পথপ্রদর্শক তোমরাই ছিলে
অটুট থাকবে সম্মান,
ভুলবো না মোরা ভুলবো না
কখনো
জানাই কোটী প্রণাম ।
——————————-
আজ শিক্ষক দিবসে সম্মানিত কবি শিক্ষকদের শতকোটী প্রণাম। প্রতিটি মানুষের কাছ থেকেই কিছু না কিছু শেখা যায়। সেই অর্থে সকলেই আমরা শিক্ষক। যদিও জীবনের প্রথম শিক্ষক আমাদের পিতা ও মাতা।
সকলের প্রতি রইলো আমার সশ্রদ্ধ ভালবাসা ও প্রণাম।