সাদা কালোর দ্বন্দ্ব
———————-
সুপ্রিয়া চৌধুরী
——————
সাদা বলে, - তুই এত কালো কেন
একেবারে বোকা হাঁদা,
কালো বলে,- আমি আছি তাই তুই
চোখেতে লাগাস ধাঁধা।
সাদা বলে, - কালো দুঃখের রঙ
সাদাতে প্রশান্তি -
কালো বলে,- কে বলেছে এই সব ?
যত ভুল ভ্রান্তি।
সাদা বলে, - দেখেছিস্ মেম গুলো !
এত সাদা, পরী যেন !
কালো বলে,- কালো চুল পেকে গেলে
তখন কাঁদিস কেন ?
সাদা বলে, - কালো কাক কা কা ডাকে
গলা এত কর্কশ !
কালো বলে,- কোকিলের কুহু কুহু
সুমধুর কি সরস ।
সাদা বলে, - দিন কত সাদা দেখ্
ভরে আছে আলোতে,
কালো বলে,- রাত কালো বলে
তাই ঘুমোস্ শান্তিতে।
সাদা বলে, - তূলো তূলো সাদা মেঘ
খুশী হয় মনটি,
কালো বলে, -কালো মেঘে বৃষ্টি-
শান্তি ও সৃষ্টি।
সাদা বলে, - মানুষের চেহারা,
সাদা কালো যাই হোক্ -
মন টা তো সাদা চাই
নাই এতে নোক্ ঝোক্ !
কালো বলে, -ঠিক কথা বলেছিস্
একেবারে সত্য,
সাদা কালো দুই ভাই
আনন্দে মত্ত।
———————————————