রুবাইয়াৎ - ই -প্রিয়া (৯-১০)
————————
       সুপ্রিয়া চৌধুরী
      —————
(৯)
ভাবছো তোমার অশেষ শক্তি, আছে অনেক জোর? 

সব কিছু যে ক্ষণস্থায়ী,-কাটবে কবে ঘোর ?

মিথ্যে গর্ব খর্ব হবেই বেশী দিন নেই আর

ভ্রমের  আঁধার কেটেই যাবে আসবে নতুন ভোর।

(১০)
অন্ধ কেন বন্ধু আমার ? এই ক্ষমতার লোভে ?
এবার তো ভ্রম কাটাও  না’লে কাটবে জীবন ক্ষোভে
সবার উপর মানুষ সত্য হাত দুটি তার ধরো
“অন্যের তরে”-এই যে শপথ, মানুষ নামেই শোভে !
————————————————————-