রুবাইয়াৎ -ই-প্রিয়া (২)
(প্রার্থনা)
———————-
সুপ্রিয়া চৌধুরী
——————
অণুর অণু রেণুর রেণু আমি সবার দাসের দাস,
(এই)অনুভূতি জাগাও প্রভু! জাগাও প্রাণে এ বিশ্বাস।
গর্ব সকল খর্ব করো হৃদয় ভরো প্রেম-গীতে;
আমার মাঝে সৃষ্টি তোমার মধুরভাবে হোক প্রকাশ।