হৃদপিন্ড (অণু কবিতা)
———-
সুপ্রিয়া চৌধুরী
——————-
লাভ্ ডাব্ ::লাভ্ ডাব্::
চলছে তো ঠিকঠাক্ ?
এত ক্লেদে দুখে ভ্রমে
স্পন্দন ম্রিয়মাণ !
যেন বলছে অন্য কিছু !!
নয় আর বেশীক্ষণ—
তবু,- কি বলছে ? -শোনো তো,
—-শান্তি চাই :: একটুকু !!
--------------------------
(হৃদপিন্ডের স্পন্দনের আওয়াজ- লাভ্ :: ডাব্ )