হৃদমাঝারে
————-
সুপ্রিয়া চৌধুরী
——————
প্রেমহীন মনোমন্দিরে সহসা
কে বাজালে মধুর বাঁশি,
মর্মর হৃদে কি সুর বাজিলো
কেমনে কহিবো প্রকাশি !
অন্তর বীণা বাজে ঝঙ্কারি
পুলকিত প্রাণ কাঁপে থরথরি
কার পরশনে আজি জাগিলো,
বধির পরাণে, মধুর বাক্য রাশি !
যাহা কিছু দেখি, লাগে অনুপম,
যাহা কিছু শুনি, অমিয় ভাষা সম,
অন্তরে ছিলে, তুমি, অন্তর তম,
বাহিরে খুজিয়া ফিরেছি তোমায়
আমি অজ্ঞানী, প্রেমপিয়াসী।
আমি ক্ষ্যাপা, প্রায় দিশেহারা,
ঘুরিয়া ফিরেছি কুল ও কিনারা,
ভেবেছি কি করে কাটাবো এ জীবন
প্রেমহীন ! তোমা বিনা প্রিয় দর্শী !
তুমি যে সদাই হৃদয়ে বিরাজো
এই কথা টুকু বুঝিনি কেন আজো !
প্রভু ! জ্ঞান ভরে দাও এ অপূর্ণ প্রাণে,
প্রেমসুধা রসে মত্তমগনে,
প্রশান্ত চিত্তে শুধু এ মিনতি,
যেন রহি সদা তোমার চরণ স্পর্শী।
———————————————————