রাখীবন্ধন
————-
সুপ্রিয়া চৌধুরী
—————-
রাখীবন্ধনের এই পূণ্য তিথিতে
চলো না, যাই ভুলে সব দুঃখ ব্যথা-
গড়ে তুলি এক এমন সম্পর্ক
যা বলবে শুধুই প্রীতির কথা ।
থাকবে না কোনো ভুল বোঝাবুঝি,
দোষারোপ কিংবা হিংসা ক্লেশ-
হোক্ না আনন্দ একটু হলেও,
নাই বা হলো বিশেষ !
বিলিয়ে নাহয় এটুকু ই দেবো,
তবু অন্ত হোক হতাশার-
জয় হোক্ আজ সদ্ভাবনার,
জয় হোক্ ভালবাসার !
————————————