প্রথম প্রেমের স্মৃতি
———————-
সুপ্রিয়া চৌধুরী
—————
সুদূর থেকেই ডাকবো তোমায় প্রিয়
তুমি সাড়া দিয়ো নাই বা দিয়ো !
বসে রবো দিগন্তের এক কোণে,
তোমার কথাই ভাববো সঙ্গোপনে
যদি তুমি আসো নাইবা আসো,
ভেবে নেবো তবু ও ভালবাসো।
কাছে এসে দুঃখ দিলে যত-
রইতে দূরেই তুমি তোমার মত !
চাইনি আমি কেড়ে নিতে কিছুই,
ছুটবো না আর তোমার পিছু পিছু।
ভালবাসা আমার মনেই থাক,
নেইকো তাতে একটুকু ও ফাঁক!
যা পেয়েছি প্রথমদিনে নাই বা পেলাম শেষে,
প্রথম প্রেমের স্মৃতিটুকুই থাকুক অবশেষে।
—————————————————