পদ্য চলে অবিরাম
————————
সুপ্রিয়া চৌধুরী
—————
কবি কেন কাব্য রচে দেশের নেতার আদিখ্যেতার !
দেশের নেতা ব্যস্তবাগীশ্ মর্ম বোঝেন এই কবিতার ?
কবির কাঁদে দুঃখে প্রাণ,
নেতার রাজ্যে নেইকো ত্রাণ,
গুমরে ওঠে, দুঃখে কাঁদে, পদ্য লিখে দু লাইন আবার।
——————————————————————