পঁচিশে বৈশাখ
—————-
সুপ্রিয়া চৌধুরী
————-
ফিরে এলো পঁচিশে বৈশাখ
ফুরালো যে কত যুগ
তবু যেন শুনি আজ নতুনের ডাক
রেখে গেছো কত গান কত কথা কত সুর
দুঃখে সুখে অনুরাগে সেই সুরে সুর বেঁধে
মুক্তির নেশায় ছুটি দূর বহুদূর।
বিশ্ব কবির আসনে আসীন হে কবিগুরু !
তোমার কাব্যসুধা যেন বাণী সুর ছন্দ তালের
হৃদয়গ্রাহী ত্রিবেণীসঙ্গম
হৃদয়জুড়ে তুমি ই রয়েছ প্রিয় কবি
চাই না হারাতে ক্ষণে ক্ষণ !
আজ গাই সবে সুমধুর গীত,-বাজাই মঙ্গল শাঁখ
প্রতিদিন প্রতিক্ষণে রবির কিরণে
এসো তুমি প্রাণ প্রিয় পঁচিশে বৈশাখ !
—————————-