অভিমানী প্রেম
——————
       সুপ্রিয়া চৌধুরী
       —————
দূরত্ব বাড়িয়েছে অভিমানী মন
জমেছে অসংখ্য অভিযোগ।
চেয়ে দেখো, প্রিয় সখী  
ক্ষমার ফুল দিয়ে সে যে সাজিয়েছে ডালা
সব কিছু ভুলে গিয়ে !
তবে আর কেন অভিমান  ?
কোথা যাবে বলো সখী সে তার প্রেমের
আকুতি নিয়ে ?
ফিরে ফিরে তাই সে যে আসে বার বার
মুখ তুলে তুমি দেখো একবার
চোখের ভাষায় যেন বলে সে তোমায়-
‘এ দুয়ার তোমার বন্ধ করো না প্রিয়ে’ !
————————————-