নারী দিবসে
——————
সুপ্রিয়া চৌধুরী
—————-
দিকে দিকে আজ নারী দিবসের মহা আয়োজন-
নারীদের জয়গান-
ঘুরে ফিরে দেখো আজ ও তার প্রতি কত অন্যায়
কতই অসম্মান !
হায় ! হায় ! এ কেমন প্রতিদান !!
সর্বংসহা আখ্যা দিয়েছো তাই বুঝি কাঁদে
আজো ভাগ্যের নির্মম পরিহাসে-
পূজ্য সে শুধু শক্তি রূপেই দেবীর আসনে ?
বিধাতা ও বুঝি হাসে !
কি প্রয়োজন এ আনন্দ উচ্ছ্বাসে ?
পুরুষবিরোধী নই আমি মোটে শুধু খুঁজি ফিরি
যত মানবিক গুণ-
পুরুষ শাসিত সমাজে এখনো কেন হয় তবে
হত্যা কন্যা ভ্রুণ ?
দুঃখে কাঁদে এ মন !
ইতি টানো আজ যত অবজ্ঞা, বৈষম্য,
প্রতিরোধ হতাশায়-
তবেই আসবে সমতার আলো,-
নারী পরিচয়ে বাঁচবে নারী সমাজে নির্দ্বিধায়।
রই সেই শুভক্ষণের ই প্রতীক্ষায়।
—————————————-