মনের উড়ান
—————
সুপ্রিয়া চৌধুরী
——————-
মনের উড়ান বাঁধন হারা
মুক্ত হাওয়ায় চলে আকাশ পানে
কিংবা মরুদ্যানে-
দিশেহারা মন যে আমার
মাঠ পেরিয়ে বনে উপবনে
ছুটে চলে কার উদ্দেশ্যে
মন ই কি তা জানে ?
মনের খোরাক যোগায় কে সে ?
বন বনানী আলো ছায়া
বৃষ্টি ঝরা হিমেল হাওয়া
তোমার আমার চাওয়া পাওয়া
ভালবাসার উষ্ণ ছোঁয়া
একান্ত গোপনে !
তবু,- আটকে রাখা যায় না তারে
উড়েই চলে নিরুদ্দেশে
কোনো বাধাই নাহি মানে ।
————————————