মেয়ে জন্ম আর নয়
———————-
       সুপ্রিয়া চৌধুরী
        -----------
তুমি কে হে এমন বাঁচতে দেওয়ার
তবু কেন হায় কাতর কণ্ঠে তোমায় বলি বারংবার
বাঁচতে দাও আমায় বাঁচতে দাও !
পুরুষ নারী একই সমান এই ছিল যে অঙ্গীকার
তবে কেন শুধু নারীরাই হবে তোমাদের
এই ভোগের স্বীকার ?
ধর্ষণে কি প্রমাণ করো ? কাপুরুষতা, মানসিক বিকার
নাকি পৈশাচিকের রূপবাহার ?

পৈশাচিকের ট্যাগ্ লাগিয়ে চলতে পারো ?
তবেই আমরা শান্তিতে শ্বাস ফেলতে পারি !
তবুও চলো বুক ফুলিয়ে
ফাঁদ পাতো, নয় ওৎ পেতে রও
কখন আবার করবে পাপ !!
বিন্দাস তো ঘুরে বেড়াও
নিষ্ফল হয় বারেবারেই নারী জাতির অভিশাপ !
শাস্তিওতো নেই তোমাদের !
হলেও বছর দশেক পরে
এতদিনে ভুলে গিয়ে সব কিছুই একাকার !!

এই ভাবেই কি কাটবে জীবন ? হায় বিধাতা  !!
এতদিনে এই বুঝেছি কেউ তো নেই পরিত্রাতা
তোমাকেই বলতে পারি হে বিধাতা !!
তুমিই যখন জন্মদাতা -
প্রতিজ্ঞা আজ করো তুমি,
কথা দাও তুমি আমায় !!
যেনো একটি মেয়েরও জন্ম না হয় আর কোনোদিন এই পাপী ধরায় !!
———————————————