মে দিবসে শ্রমিক তোমারে নমি
———————
       সুপ্রিয়া চৌধুরী
        ————-
তুমি যাযাবর
কর্মে হয়েছো বেঘর
নির্মান করেছো কত ইমারৎ কত অগুনতি ঘর
জীবন ধারণের প্রতিটি কর্মে
মর্মে মর্মে তোমার রক্ত ঘাম
এ ঋণ শোধ হবেনা কখনো এর যে অমূল্য দাম !
তবুও পাঁচতারকার আরাম কেদারায়
তুমি নিতান্ত গৌণ-
তোমার অস্তিত্ব প্রতিটি ইট পাথর বালু মাটিতেই
নিথর চিরকাল, প্রতিক্ষণ রয় মৌন।
গ্রীষ্ম বর্ষা শীত বসন্ত তোয়াক্কা না করে
সবারে বানালে সাথী
স্বার্থান্বেষী আমরা ই শুধু, হইনি তো সমব্যথী !!
তাই তো বুঝিনি, বুঝতে চাইনি
শ্রমিকের মূল্য, শ্রমের মূল্য,
ঝরে পড়া তোমার প্রতিটি বিন্দু বিন্দু ঘামের মূল্য
সে যে মণি মুক্তোর চেয়েও দামী -
শ্রমিক দিবসে বিশ্বব্যাপী শ্রমিকেরে বলি শুধু
—-নমি তোমাদেরে নমি।
————————-