মানুষ না অমানুষ (ট্রাইটিনা)
—————————
সুপ্রিয়া চৌধুরী
——————-
মানুষের মাঝে এত হানাহানি আগে তো দেখিনি
!
হিংসা, দ্বেষ, লড়াই, দ্বন্দ্ব কেন হয় ভাবিনি
!
মলিন হয়েছে আঁখি দুটি, তবু বলতে পারিনি।
অনেক কথা বোঝাতে গিয়ে ও বোঝাতে পারিনি-
মানুষে মানুষে মন কষাকষি এমন টা দেখিনি !
প্রবৃত্তি ও এত নীচ হতে পারে কখনো ভাবিনি।
সখ্য ছিলো এদের ই সাথে,- স্বপ্নে ও ভাবিনি
এরা বাইরে এক ভিতরে আরেক বুঝতেই পারিনি
ক্ষতি হলো তাই অনেক,-আগে কিছুই তো দেখিনি!
দেখিনি ভাবিনি বলেই বোধহয় বোঝাতেই পারিনি।
—————————————————————-
ট্রাইটিনা (প্রতিটি লাইনের অন্তিম শব্দ গুলো
———— নির্দিষ্ট ছকে ব্যবহৃত হয়েছে। )
১০ লাইন এর কবিতা
প্রথম স্তবকে - দেখিনি-১
ভাবিনি-২
পারিনি-৩
দ্বিতীয় স্তবকে- পারিনি ৩
দেখিনি ১
ভাবিনি ২
তৃতীয় স্তবকে - ভাবিনি ২
পারিনি ৩
দেখিনি ১
অন্তিম লাইন- ১..২..৩
দেখিনি…ভাবিনি…. পারিনি
——————————————-