মানবিকতার খোঁজে
——————-
সুপ্রিয়া চৌধুরী
——————-
মানবিক গুণ খুঁজে ফিরি হায় যদি পাই কারো প্রাণে !
নিজের স্বার্থে সকলে মজেছে রয়েছে আপন মনে!
কলুষিত গ্রাসে মোদের এ ধরা ধ্বংসের মুখোমুখি,
চেতনা জাগুক সকলের মাঝে কোনো এক শুভ ক্ষণে।
——————————————————————