মহাকাশে উৎসব
———————
সুপ্রিয়া চৌধুরী
—————-
মহাকাশে, নীল শামিয়ানা তলে
লুকানো রয়েছে কত রহস্য !
কি চলে সেথা অহর্নিশি
দুর্বোধ্য যত সমারোহ !
লাল আবীরের আভা ছড়ায়,
খেলিছে হোলি, বসন্ত বায় ?
কিংবা কোনো নীল পরী যায়
আলতা পরে সিঁদূর মাথায় ?
নয়তো কোনো লাজে রাঙা বধূ
ভাসায় ভেলা শুভ্র মেঘে,
আচমকা মেঘের ঘনঘটায়,-
হকচকিয়ে যায় সে দেখে।
কালো মেঘের গরজনে
থমকে যেন অভিমানী-
মান ভেঙে যায় বৃষ্টি ধারায়,
স্বস্তি পায় এই ধরণী।
রাগে অনুরাগে রোদ বৃষ্টি,
মত্ত যুগলবন্দী খেলায়-
রামধনু রঙে সাজে অভিসারিণী-
অপরূপা,-এই গোধূলি বেলায়।
চকিত চপলা সাতরঙে রাঙা,
তুমি কে গো ? সুন্দরী অঙ্গনা ?
গোধূলি লগ্নে শুভ পরিণয়
তুমি কি সে ই নীলাঞ্জনা ?
মহাকাশে তাই সাজ সাজ রব
সহস্রনক্ষত্র পুঞ্জের দীপাবলী,
নীহারিকা লাজে মালা গাঁথে দূরে
ছায়াপথে বসে আপন খেয়ালী।
বধূ বরণের রূপোলী থালা
ঝলসে উঠিলো চন্দ্রমা হাতে-
এক পেয়ালা জ্যোৎস্না বিলোবে
বুঝি এই মধুচন্দ্রিমা রাতে।
জ্যোৎস্না স্নাত আমরা ও হবো
কোটি কোটি আলোক বর্ষ দূরে-
সাক্ষী হবো এ নিসর্গ মহোৎসবে
দেখবো সে শোভা দু নয়ন ভরে ।
——————————————