লক্ষ্যহীন পঁচিশ লক্ষ
———————
    সুপ্রিয়া চৌধুরী
      ————-
প্রমাণ তো দিয়েছো কত শত শত  বার
আর তো চাই নি প্রমাণ তোমাদের কাছে !!
বুঝিয়ে দিয়েছো মান হুশের আর
লেশ মাত্র নেই বেঁচে !
তবু বার বার, আর কতবার,
আর কতটুকু নামবে নীচে ?

পঁচিশ লক্ষ কিশোর কিশোরীদের দুঃস্বপ্নে কাটছে রাত।
তারা তো চায়নি সহানুভূতি
পরিশ্রমের দামটুকু চেয়েছিলো তারা ।
তাদের স্বপ্নেও সাধলে বাধা !

....বেঁচে যাবে তোমরা আবারো প্রতিবারেরই মতো !!
ধিক্ ধিক্  ! তোমাদেরে !
অবুঝ সবুজ মনের মাঝেও দিয়ে গেলে গভীর ক্ষত।
———————————-