খুশীর খোঁজে
——————-
সুপ্রিয়া চৌধুরী
————————-
মায়ের যত্নে, বাবার আদরে,
শৈশব কাটে প্রিয়জন দের মাঝে-
আনন্দ, আহ্লাদ বন্ধু মহলে,
প্রতি দিন কাটে খুশীর মেজাজে।
কোথায় যে গেলো সেই সব দিন-
কত প্রিয়জন হারিয়ে গেলো,
যারা আছে তারা, কে কোথায় আছে
দেশে বা বিদেশে, কোনো ঠিকানায়,
সব যেন আজ এলোমোলো ।
যেখানে ই থাক্, প্রিয়জনেরা আজ -
কাছে হোক সে টা -কিংবা সুদূর,
শৈশবের স্মৃতি যা কিছু রয়েছে,
জমাট বাঁধানো শুধু সুমধুর।
পাশাপাশি বাড়ী কত যাওয়া আসা
হাসি ঠাট্টায় আড্ডা তামাসা
কত বছর কেটেছে নেইকো হিসাব-
চিন্তাহীন জীবনে, ছিলো শুধু পড়ার চাপ।
স্বপ্ন দুনিয়ায় ছিল বসবাস
খুনসুটি আর মজা উল্লাস-
কবে কেটে গেলো ছেলেবেলা হায়-
বিধির নিয়মে যুগ পালটায় !
জীবনের নানা ঘাত প্রতিঘাতে
চলেছে সংগ্রাম যেন আজ দিনে রাতে,
চারিদিকে শুধু বিষাদের ছায়া !
আনন্দহীন মনে হয়, হলো এ দুনিয়া।
শারীরিক কিংবা মানসিক ভাবে
মনে হয়, এবার হেরে গেলাম তবে !
তখনই কেউ যেন বলে ওঠে মনে
আরে ভাই ! এই ওঠাপড়া চলেই জীবনে,
এর মাঝেই খুশী খুঁজে নিতে হবে
জীবন যে একটাই, সেটা ভুলে গেলে হবে ?
ভাবি, আর নয়, অনেক হয়েছে ।
ভাবনা, সমস্যা, সব পড়ে থাক পিছে।
চোখ মেলে যবে চাই চারিদিকে
দেখি ভালই ত আছি, অনেকের থেকে !
যারা শোনেনি কখনো পাখীর কূজন
দেখেনি রবির প্রথম কিরণ,
নীল আকাশের বিশাল ক্যানভাসে
নানান রঙের কত ছবি ভাসে।
উপভোগ কখনো করিনি ত আগে !
ছিলাম শুধু ই দুখে- উদ্বেগে।
এবার বৃষ্টির ঝিরি ঝিরি ধারায়
মন মেতে উঠে, একি আনন্দ, হায় !
যা দেখে ও দেখিনি, শুনেও শুনিনি
মনে বেজে ওঠে কত অজানা রাগিনী।
যেন হারানো শৈশব ফিরে পেলাম আবার,
তাই বন্ধুরা আজ, মনে পড়ে, বার বার।
কখনো অবসরে বিশ্রামকালে,
যোগাযোগ যদি হয় দূর ভাষে-
মনেহবে সব কাছেই ত ছিল,
গোপনে, নীরবে, হৃদয়ের মাঝে ।
—————————————————