খুকুর ভাবনা
————-
সুপ্রিয়া চৌধুরী
————
রসায়নবিদ্যা হলে কি হবে রসের নেই যে গন্ধ
উপায় কি আছে তাই বলে হায় বই করবার বন্ধ
বই খুললেই বেরিয়ে আসে হাজার রিআ্যকশন
কি করে যে মনে রাখা যায় ভাবি তাই সারাক্ষণ।
পদার্থ বিদ্যা পড়তে এসেছি পড়ছি যে নিউটন
কি ভালো যে লাগে পড়তে তাই শুনি দিয়ে আমি মন
করতে গেলেই গোলমেলে বড় কিছুই যায় না বোঝা
স্যর বলে দিলে তক্ষুণি যেন মনে হয় খুব সোজা।
পদার্থ বিদ্যা যেই না গেলেন অমনি গণিত শাস্ত্র
এসে বসলেন আমাদের ঘাড়ে জানিয়ে কুশল মাত্র
ট্রিগনোমেট্রি আরো কত কি যে রয়েছে ক্যালকুলাস
পুরোনো নামতা ভুলতে বসেছি করছি যে আশফাশ্
জীব- উদ্ভিদ বিদ্যা রয়েছে পড়ছি আমিই যে তা
উচ্চারণে খাচ্ছি হোঁচট করছি আমতা আমতা
কিছু বুঝে কিছু না বুঝেই আমি করছি মুখস্থ
ছবিও আঁকছি পোকামাকড়ের গাছপালারই যত
বিজ্ঞানেরই ছাত্রী যে আমি অনেক কৌতুহল
পড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি নিয়ে শুধু মনোবল।
ভেবেছি কতই বড় হয়ে কিছু করবো আবিষ্কার
ভাবা যত সোজা করা তত নয় বুঝেছি আমি এবার।
————————————