কাজী নজরুল ইসলাম ( এ্যাক্রোস্টিক কবিতা)
————————
সুপ্রিয়া চৌধুরী
————-
কাজী নজরুল-এ নাম স্মরণে
আজ ও কেঁদে ফেরে যত অন্যায়ী দল !
জীবনের গান তারা তো শোনেনি
পান করে গেছে শুধুই যে হলাহল।
নজরুল তুমি, কবি শুধু নও,
এসেছিলে তুমি শান্তি বারতা নিয়ে
জনমের পণ,-অত্যাচারীর
শান্তি তুমি নেবেই যে ছিনিয়ে।
রুধিরাক্তে রঞ্জিত হলো
প্রতিটি শব্দ প্রতিটি কাব্য গাঁথা-
লয়ে সব ব্যথা, শুনিয়ে গিয়েছো
মানুষের তরে প্রেমের উপকথা।
ইসলাম হোক্, হিন্দু-বৌদ্ধ-
খৃষ্টান আরো শত-শত কত পথ -
সর্বাধিকার মানুষে দিয়েছো
বলে গেছো-এ সব মানুষ সৃষ্ট মত !
লাখো লাখো প্রাণে বাস করো তুমি
বিদ্রোহীকবি ! বিরাজিছো চিরতরে-
মহীয়ান তুমি, প্রণমি তোমায়,
রয়ে যাবে সদা হৃদয়ের মণিহারে।
————————————————————
এ্যাক্রোস্টিক কবিতা-
প্রতিটি লাইনের আদ্যক্ষর একত্র করলে
“কাজী নজরুল ইসলাম” হবে।