যুদ্ধ নয় শান্তি চাই ( বাটারফ্লাই সিনকোয়েন)
—————————-
সুপ্রিয়া চৌধুরী
—————-
চলো
আমরা জাগি
চীৎকার করে বলি,
যুদ্ধ নয় আর, এবার আসুক
শান্তি।
হাতে হাত রেখে এসো আজ
সবে মিলে গড়ি
হিংসা শূণ্য
পৃথ্বী।
———————————
সিনকোয়েন পদ্ধতিতে প্রথম প্রয়াস। বিশেষজ্ঞ কবিদের মতামত পেলে কৃতজ্ঞ থাকবো।