যন্ত্রের যন্ত্রণা
—————-
সুপ্রিয়া চৌধুরী
——————
ও রে বাবা ! কি ভীষণ যন্ত্রের যন্ত্রণা
হেরে যায় তার কাছে মানুষের কত শত মন্ত্রণা !
যন্ত্রই সব কিছু
ছুটি সবে তার পিছু
যন্ত্র মন্ত্র আজ, সেই তো অনুপ্ররণা।
নয় থেকে নব্বই শুধু আজ হোয়াট্সআ্যপ
ইন্সটা ট্যুইটার আরো কত কি অজানা আ্যপ
যন্ত্র বিগড়ে গেলে
বার বার ঢোক গিলে
নয় থেকে নব্বই রাখেনা দুঃখ চেপে।
হারিয়েছে প্রয়োজন মানুষের তাই আজ
একলা সবাই থাকে যন্ত্রেই সব কাজ
যন্ত্রের যন্ত্রণা ?
কেউ সেটা মানবেনা
যন্ত্রেই বন্দী গোটা সভ্য মানব সমাজ ।
————————————-
শ্রদ্ধেয় প্রিয় কবি শ্রী বিভূতি দাস আসরের সাইট টা খুলছিল না বলে তাকে “যন্ত্রের যন্ত্রণা” বলে
উল্লেখ করেছিলেন কিছুক্ষণ আগে । খুব ভালো লেগেছিলো কথাটা। সেটা কে কেন্দ্র করেই এই কবিতা। তাই সেই প্রিয় কবিকেই লেখাটা উৎসর্গ করলাম।