জল দাও আমায় জল দাও
———————-
       সুপ্রিয়া চৌধুরী
          ————-
যতদিন প্রাণ এ পৃথিবী আমার
আমার পৃথিবী- প্রিয় পরিবার,-
কেবলই নিয়েছি জন্মাবধি, -দিয়েছি কি প্রতিদান ?

গ্রীষ্মের এই প্রবল দাবদাহে ক্লান্ত পথিক
কাতর কণ্ঠে বলে,-‘জল দাও, আমায় জল দাও’।
পৃথিবী বলে ওঠে - ‘সব ই তো নিয়েছো, দিয়েছো দূষণ
বলো আর কত কি চাও’ ?
হাসছে আকাশ গরম বাতাস
কোটি প্রাণ শুধু করে হাহুতাশ
বলে, শুধু -জল দাও’।

দূষিত হলেও— তবু সে যে মা,-
সকলের প্রিয় ধরিত্রী মা
কাতর কণ্ঠে দেবে,  সাড়া দেবে-
একজোট হয়ে কাঁদবে আকাশ,  কাঁদবে বাতাস
ঝরাবে বৃষ্টি ধারা।
————————————

বিশ্ব পৃথিবী দিবসে আসরের সকল কে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
দূষণ প্রতিরোধে চলুন আমরাও সহায়তা করি।