জীবন্ত ভগবান
————-
সুপ্রিয়া চৌধুরী
—————
এবার পূজো মণ্ডপে নয় আসল ঠাকুর
দেখবে চলো অনশনের মঞ্চে
তোমার আমার জন্যে যারা প্রাণের বাজি
লাগিয়ে দিয়ে প্রতিবাদেই বাঁচে !
আনন্দ আর উৎসবেতে মেতে আছো
ভাবছো এসব থাকবে চিরস্থায়ী ?
ওৎ পেতে রয় দুষ্কৃতীরা মারতে থাবা
তখন কোথায় করবে কাকে দায়ী ?
সমাজ যদি বদলাবে তো জীবন্ত সব
ভগবানের পাশেই এবার দাঁড়াও
অন্ধ বধির লজ্জা হীনের নয় যে ক্ষমা
তাদের এবার প্রলয় নাচন নাচাও।
—————————-