জীবনের রঙ্গমঞ্চ
———————
সুপ্রিয়া চৌধুরী
——————-
জীবনের এই রঙ্গমঞ্চে চলেছে মহোৎসব,
কে সুখে আছে কে সুখে নেই
কে রাখে এই হিসেব ?
পর্দা ওঠা পর্দা নামার এই টুকু অবসরে
সবাই চলেছে পাথেয় খুঁজতে
যে যার মত করে।
ধ্যান-জ্ঞান বুঝি একটাই শুধু
আরো চাই আরো চাই
কি করে আরো কিছু যায় পাওয়া
মানুষের প্রতি সহানুভূতি ?
সে কবেই হয়েছে হাওয়া।
হিংসা, দ্বেষ, রাগ, ক্ষোভ, গর্ব, দম্ভ
আজ জমে গেছে থরে থরে !
কিসের হিংসা ? কিসের দম্ভ ? বছর বাদে
মিশবে সে সব ধূলিকণার পরে।
তখন তুমি জানবে নাকো
কোনটা তোমার কোনটা আমার দম্ভ !
স্মৃতি হয়ে ই বাঁচতে হবে যদি স্বীকৃতি দেয়
এই নতুন প্রজন্ম।
অনেক নিয়েছো দাও এই বার
যা’র কিছু নেই, দিলে হয় উপকার।
সহানুভূতির হাত বাড়ায়ে
পরের আনন্দে পরম তৃপ্তি
লভ তুমি এই বার।
এই অবদান দৃষ্টান্ত হবে অদূর ভবিষ্যতে,
হিংসা, দম্ভ দূর করে
জয়গান গাও মনুষ্যত্বের,
তবেই - রঙ্গমঞ্চের সমাপ্তিগান পূর্ণতা
পাবে শান্তির ধ্বনিতে।
———————————————