ইহাদেরে করো আশীর্বাদ
——————————
সুপ্রিয়া চৌধুরী
——————
ইহাদেরে করো আশীর্বাদ,-
যে দুজনায় চলবে একসাথে একপথে চিরদিন—
জীবনের এই শুভারম্ভে
-করো আশীর্বাদ যেন
পায়ে পায়ে চলা পথটুকু হয়
খুব সুমধুর,- শুধু রঙীন।
ইহাদেরে করো আশীর্বাদ,-
যেন দুঃখে সুখে একসাথে থেকে প্রতিটি লগনে—
জীবনযুদ্ধে জয়ী হয় সদা-
-করো আশীর্বাদ যেন
প্রেম প্রীতি ভালবাসায় জড়ায়
নিবিড় বন্ধনে।
ইহাদেরে করো আশীর্বাদ,-
যেন অটুট থাকে একে অপরের প্রতি
আস্থা, সম্মান, বিশ্বাস—
-করো আশীর্বাদ যেন
মতবিরোধেও রয় সংবেদনা,-
আজীবন রয় কৃতজ্ঞতার প্রকাশ।
——————————————-