হাসতে মানা নেই
———————
সুপ্রিয়া চৌধুরী
—————
আকাশ যে আজ বেজায় খুশী
মলিন মেঘে ঢাকবেনা
তাই তো হাসে অট্টহাসি
বৃষ্টি হয়ে কাঁদবে না।
প্রখর তাপে তপ্ত ধরা
মাটি ফেটে চৌচির
চলো সবাই খুঁজবে চলো
কোথায় নদী? নদীর তীর ?
স্তব্ধ যেন গ্রীষ্ম দুপুর
পাখিরাও গাইছেনা
ভুলে গেছে গাইতে তারা
গলা ও তেমন সাধছে না।
ব্যাঙের বিয়ের তারিখ পিছোয়
খুকুর যে তাই বড্ড দুখ
ভেবেছিলো মাংস পোলাও
লস্যি খেয়ে বেজায় সুখ।
চলছে শুধু নিম্বুপানি
দই মাখা ভাত আমের টক
ফাস্ট ফুডে ও মন লাগেনা
হারিয়ে গেছে খাওয়ার ঝোঁক।
বর্ষা যে নেই তাই তো ময়ূর
ভুলে গেছে পেখম নাচ
বর্ষা এলেই ট্রেনিং নেবে
সেটাই নাকি প্রথম কাজ !
বৃষ্টি তো নেই এত্ত ছাতার
কিসের এমন প্রয়োজন
তখখুনি তো খবর পেলাম
ছাতায় আছে অনেক দম।
রঙ বেরঙের ছাতা নিয়ে
চলছে নাকি নানান প্ল্যান
জামা জুতো তৈরী হবে
চলবে বুঝি হাই ফ্যাশন !
এই গরমে স্কুল ছুটি তাই
বাচ্চারাও ঘরেই রয়
সারাদিনই গাল- বকুনি
এত্ত কি আর ধকল সয় !
আমরাও তো মানুষ রে ভাই
সব কিছুতেই বেজায় দুখ
ভুলে গেছি হাসতে মোরা
খুঁজেই ফিরি কোথায় সুখ।
গ্রীষ্ম যাবে বর্ষা যাবে
শীত তো সবে গেলো এই
তাই বলে কি হাসবে না আর
হাসতে তো আর মানা নেই।
——————————-