এসো হে মহান প্রাণ
——————-----
      সুপ্রিয়া চৌধুরী
        ————
তুমি ই কি সেই ক্ষণজন্মা
          তুমিই কি সেই কবি?
শব্দে তুমি আগুন ঝরাও
      আঁকো মানবতার ই ছবি !

তুমি অগ্নিবীণার সুর ঝংকারে
             লিখেছো রক্ত লিখা
মরমী কণ্ঠে ‘মানুষেরে’ তুমি
             পরালে যে জয়টীকা !

মানুষের চেয়ে বড় কিছু নেই
          নেই কোনো ভেদাভেদ
হৃদয়ে রেখেছো সকল ধর্ম
            কোরান-বাইবেল-বেদ ।

তুমি সংগ্রামী বিদ্রোহী কবি
          গাইলে সাম্যবাদের জয় !
মানবতা আজ ও পথের ধূলায়
           চাইছে যে আশ্রয় !

প্রার্থনা করি আর একবার
     এসো এ ধরায় শোনাও দ্রোহের গান
‘মানুষেরা’ আছে তব প্রতীক্ষায়
        কবে আসবে সে মহান প্রাণ !
——————————————-