এসেছে শরৎ
—————
সুপ্রিয়া চৌধুরী
—————
শরৎ আকাশে নীল নভোদেশে
শুভ্র মেঘমালা-
বৃষ্টিবিহীন রবির কিরণে
সাজায় সোনালী ডালা ।
ধরণীর বুকে সবুজ শ্যামল
নেচে ওঠে হিল্লোলে
সাদা কাশবন খুশীর জোয়ারে
নানা ভঙ্গিমায় দোলে।
শিশির সিক্ত সবুজ ঘাসে যেন
মণিমুক্তোর ঝিলিক,
পাখিদের কলতানে,—আহা !
মুখরিত চারিদিক ।
শিউলি মেলায় সুরভিত রাত
ঝরে যায় ভোরে ঘাসে
অপরূপা রূপে প্রকৃতি সেজেছে
ঋতুরাণী যেন হাসে।
বর্ষা বিদায়ে শরৎ আগমনে
কত রূপে প্রকৃতি সাজে
শারদীয়া ওই এলো বুঝি তাই
ঢাকের বাদ্যি বাজে।
শারদ প্রভাতে এ স্নিগ্ধ আলোকে
মায়ের আগমনী লগ্ন
মন্ত্রধ্বনিতে মঙ্গল গীতে
আনন্দে হৃদয় মগ্ন ।
—————————————