এইটুকু অনুরোধ
—————
        সুপ্রিয়া চৌধুরী
       —————-
স্বাধীনতার উন্মাদনায় ভুলে গেলে সব
মর্যাদা মান অভিমান ?
জাতির জনক ধূলায় লুটায়ে
এই তাঁর পরিণাম !!
এ কেমন স্বাধীনতা ?
সত্যিই আছে মুক্তির আশ্বাস ?
যেখানে বিজয় পতাকার
বদলে আকাশে উড়ছে পরাজয়ের অন্তর্বাস ??

রবি ঠাকুরের সোনার বাংলা
খুঁজে কোথা পাই ?
নজরুলের বাংলাদেশ ?
জীবনানন্দের রূপসী বাংলা  ?
চিহ্নটি নেই কোত্থাও আজ, সব আজ নিঃশেষ !!

তবু এইটুকু অনুরোধ --
অশ্লীলতার মাঝে খোঁজো না মুক্তি-
গ্রহণ করো অর্জিত স্বাধীনতা আলোর মাঝে
ভুলে সব প্রতিরোধ-
ক্ষত বিক্ষত এ পথ হোক্ ইতিহাস
পারস্পরিক আলিঙ্গনে -
বিষাদের অশ্রুজলে নয়, স্বাধীনতায় বাঁচবে এসো, মুক্তির প্রাঙ্গনে।
—————————————