এ কেমন রাজ ? ( ট্রায়োলেট )
—————
সুপ্রিয়া চৌধুরী
——————
হানাহানি ছল চাতুরী এসব মোদের হাতিয়ার,
পয়সা কড়ি গাড়ী বাড়ী আনন্দেই করছি রাজ ।
এক ইশারায় চলছে সব, হাতে আছে অঢেল পাওয়ার
হানাহানি ছল চাতুরী এসব মোদের হাতিয়ার
বলার তো নেই সাহস কারো আগে পিছে সব তৈয়ার
ঝুট ঝামেলা, ধার ধারিনা এসব ভাবার নেইকো কাজ
হানাহানি ছল চাতুরী এসব মোদের হাতিয়ার,
পয়সা কড়ি গাড়ী বাড়ী আনন্দেই করছি রাজ।
———————————————————-