এ কেমন কাল বোশেখী (ট্রায়োলেট)
——————————————————
            সুপ্রিয়া চৌধুরী
            ——————-
এ কেমন কাল বোশেখী বৃষ্টি ছাড়া শুধুই হাওয়া !
গুরু গুরু মেঘের ডাকে ও, বর্ষা বুঝি আর এলো না !
এ গরম সহ্য হয় না, বন্ধ হলো বাইরে যাওয়া !
এ কেমন কাল বোশেখী বৃষ্টি ছাড়া শুধুই হাওয়া !
“আল্লা মেঘ দে, পানি দে”-শান্তিতে হোক্ নাওয়া খাওয়া-
সবাই এবার সমস্বরে বারে বারে তাই বলো না !
এ কেমন কাল বোশেখী বৃষ্টি ছাড়া শুধুই হাওয়া !
গুরু গুরু মেঘের ডাকে ও, বর্ষা বুঝি  আর এলো না !
———————————————————————————

(শ্রদ্ধেয় কবি শ্রী শহীদ উদ্দীন আহমেদ কে গুরু
হিসেবে এই ট্রায়োলেট সমর্পণ করলাম।
হয়েছে কি না জানিনা, তাঁর কাছ থেকেই
প্রেরণা পেয়ে প্রথম বার চেষ্টা করেছি।)