ছন্দ তো নয় মন্দ
—————-
     সুপ্রিয়া চৌধুরী
     —————-
বৃত্তের মাঝে ঘোরে বুঝি
  সব কবিতার ছন্দ
মাত্রা পর্ব অনেক কিছু
(তবু ও)ছন্দ তো নয় মন্দ।

ছড়ার ছন্দ স্বরবৃত্ত
দ্রুত লয়ে দোলে
তাইতো শিশু ছন্দে নাচে
বসে মায়ের কোলে।

দ্বিতীয় ছন্দ মাত্রাবৃত্ত
ধীরগতিতে চলে
আবৃত্তিতে জাগায় আবেগ
সুখপাঠ্য বলে।

অক্ষরবৃত্তে অনেক শাখা
বিলম্বিত লয়ে
পড়তে যে হয় সুরের সাথে
তানের সমন্বয়ে।

স্বরবৃত্ত মাত্রাবৃত্ত এবং
অক্ষরবৃত্ত
প্রধানত এই নিয়মেই
চলে ছন্দ পদ্য।
———————