চিঠঠি আই হ্যায়
——————
সুপ্রিয়া চৌধুরী
—————-
“চিঠঠি আই হ্যায়” বলে “আহিস্তা -আহিস্তা”
চলে গেলেন গজলের এক কিংবদন্তী জাদুকর
না ফেরার দেশে।
রেখে গেলেন এমন সুরের মুর্ছনা সে চিঠিতে-
যার ভাঁজে ভাঁজে পাতায় পাতায়
শুধু সুরই আসে ভেসে।
বলে গেলেন …..
যত্নে রেখো আমার শেষ চিঠি …….
ইতি …পঙ্কজ উধাস।
….শেষ হলেও, - এ যে আমাদের অশেষ প্রাপ্তি।
সুরের মৃত্যু নেই, দুঃখ নেই, বিচ্ছেদ নেই
তাই তো এই সুরমাধুরী অমর সকলের হৃদয়েই।
——————————————-