ছেলেদেরে আটকাও
———————-
       সুপ্রিয়া চৌধুরী
       ——————
লাঞ্ছিতা কুণ্ঠিতা নির্যাতিতা আর কত কি দেখতে চাও
কাতর কণ্ঠে তবুও বলেছি বাঁচতে দাও, একটু বাঁচতে দাও
তোমাদের কাছে আর নয় ভিক্ষা
জেগেছি আমরা পেয়েছি শিক্ষা
কড়া আইন করো ছেলেদের তরে ছেলেদেরে আটকাও

আমরা মেয়েরা চাইনা সহায়তা চাইনা সুরক্ষা
নির্ভয়া অভয়া তিলোত্তমাদের আর কিসের অপেক্ষা ?
আমরাই দেবো সুস্থ সমাজ
পথেই যখন নেমে গেছি আজ
শিক্ষিত করো ছেলেদেরে ! শুভ মন্ত্রে দাও দীক্ষা।
————————————————

আমার এই প্রতিবাদ কোনো সুস্থ পুরুষদের বিরুদ্ধে নয়। যারা অশিক্ষিত বর্বর কাপুরুষ কিংবা মুখোশধারী শুধু তাদেরই বিরুদ্ধে।
-------------------

এই কবিতাটি ২১/৮/২০২৪ এ পোষ্ট করা হয়েছিলো।   সম্পাদনা করতে  গিয়ে ডিলিট হয়ে যায়। তাই আবার পোষ্ট করলাম।