চাঁদের হাসির বাঁধ ভেঙেছে
———————————
সুপ্রিয়া চৌধুরী
—————-
চাঁদের হাসির বাঁধ ভেঙেছে
নবাগত অতিথি তোমার দ্বারে !
বিস্ময়ে জাগে বিশ্ববাসী, সাক্ষী হতে
এ মাহেন্দ্রক্ষণে,
ভারত নব ইতিহাস গড়ে ।
অভিনন্দন তোমায় চন্দ্রযান “বিক্রম”
তুমি প্রথম ছুঁয়েছো চাঁদের দখিন মেরু-
ধন্য “ইসরোর” বিজ্ঞানীরা !
তাঁদের সফল পরিশ্রমেই হয়েছে
এ যাত্রাপথের শুরু।
এবার খুলে দাও দ্বার,
ওগো “বিক্রম” !
বেরিয়ে আসুক “প্রজ্ঞান”-
কত অজানার সন্ধান দেবে,-
দেবে কত মহাজাগতিক জ্ঞান।
ঐতিহাসিক,অবিস্মরণীয়, এই মুহুর্ত
প্রতিটি ভারতবাসীর সম্মান,
উচ্চৈঃস্বরে বলো তাই আজ
“মেরা ভারত মহান”।
———————————-