বিদ্রোহী প্রিয় কবি নজরুল স্মরণে
——————————————-
সুপ্রিয়া চৌধুরী
——————-
বিদ্রোহী কবি নজরুল তুমি
গাও সাম্যের গান,—
সমতা আজ ও আসেনি এ ধরায়
কাঁদে মর্মাহত প্রাণ।
তোমার সৃষ্টি জাগালো প্রলয়
মনের সমুদ্দরে -
সে মন আজ হলাহলে ভরা
বিষিয়েছে ধরণীরে।
তুমি শান্ত হয়োনা বিদ্রোহী কবি
শোনো কানপেতে ক্রন্দন !
উৎপীড়িতের অস্ফুট ধ্বনিতে
আজ ও কেঁদে মরে প্রাণ মন।
বিদ্রোহের ভাষা শিখিয়েছো তুমি
সোচ্চার বজ্র কন্ঠে-
আমরা পারিনি, এখনো পারিনি
দীক্ষিত হতে সেই মন্ত্রে !
মানবিকতার লেশ নেই আজ
এক অন্যের তরে !
কোথায় হে কবি, দেখে যাও বারেক
এই নোংরা ধরণীরে।
কেন ডেকেছি তোমায় এই ধরণীতে
যেথা হবে না তোমার ঠাই,
পারবে না, তুমি পারবে না সহিতে,
হেথা, তোমা সম প্রতিবাদী কেহ নাই !
তুমি পানীয়তে পাবে রক্তের স্বাদ !
নিশ্বাসে পচা মানুষের ঘ্রাণ !
নহে নহে কবি, এ নহে তোমার,
যোগ্য বাসস্থান।
চারিদিকে দেখো জন কলরব
তবু ও পাবে না হেথায় প্রাণ !
নহে নহে কবি, এ নহে তোমার
যোগ্য বাসস্থান।
তুমি চেয়েছিলে প্রশান্ত চিত্তে
শান্ত উদার বিশ্ব-
আমরা পারিনি, এখনো পারিনি-
মোরা নিপীড়িত ! প্রাণহীন ! নিঃস্ব !
যদি কোনো দিন তোমার এ বিশ্বে
শুধু ই শান্তি ঝর্ণা ঝরে,
সেই দিন তুমি এসো প্রিয় কবি !
তোমায় লইবো আপন করে।
————————————-