বিচার চাই
—————-
       সুপ্রিয়া চৌধুরী
         ————-
ভীমরুল চাকে সে যে দিয়েছিলো হাত
পোহালো না দংশনে সেই কালো রাত
দেখেছিলো চারিদিকে বিষ বৃক্ষছায়া
গ্রাস করে আষ্টেপৃষ্ঠে ঢেকে রাখে কায়া
ভেবেছিলো সরাবে সে যত জঞ্জাল
বিলীন হলো কোথায় ? জানে মহাকাল !!

এই ত্যাগে আজ দেখি দেশ জুড়ে ডাক
শত্রুতা মিত্রতা মাঝে নেই রাখঢাক
মুখোমুখি যারা ছিলো চিরদিন হায় !
সব ভুলে পাশাপাশি ! সেকি ভাবা যায় ?
সহস্র মুখে যে সবে চায় সুবিচার
অন্যায়ের অবিলম্বে চাই প্রতিকার ।

তোমার শহীদ রক্ত যাবেনা বৃথায়
ন্যায়ের বিচার হোক্ ! আছি অপেক্ষায় !!
——————————————-