ভাবতে ক্ষতি নেই
—————
     সুপ্রিয়া চৌধুরী
        ————-
মানুষ আমরা শ্রেষ্ঠ সৃষ্টি
কেন তবু দিশেহারা ?
ভাবতে কি ক্ষতি নতুন কিছু
একটু সৃষ্টি ছাড়া ?

এই যে গরম ঝড় জল নেই
শ্বাস ফেলা হলো দায় !
যদি ভাবি বয় হিমেল বাতাস
ভাবতে কি আসে যায় !

মনের যে এই শীতল প্রলেপ
অঙ্গে যেতেই তো পারে ছড়িয়ে !!
দাবদাহে এই সুখানুভূতি
মন দিতেই তো পারে ভরিয়ে !

বিরহ বিধুর নীরব সন্ধ্যে
একা লাগে বড় ক্লান্ত অবশ দেহে
ভেবে দেখো দেখি দুষ্টুমি ভরা
ফেলে আসা দিন মায়ের বকুনি স্নেহে।

সেই ভাবনার রেশ টুকু
অঙ্গে যেতেই তো পারে ছড়িয়ে
ফেলে আসা দিনের সুখানুভূতি
মন দিতেই তো পারে ভরিয়ে !

যা আছে তা নেই ভেবে নাও
যা নেই তা আছে
ভাবনা টুকুই আপন তোমার
বাকী সব কিছু মিছে।

সুন্দর যা কিছু আছে ভাবনায়
নাহয় দিলেই সবারে ছড়ায়ে
হতেও তো পারে দিশাহীন প্রাণ
পথ খুঁজে পাবে যে পথ গিয়েছে হারায়ে।
———————————-