বাংলা ভাষা ই চাই (ট্রাইটিনা)
——————-
সুপ্রিয়া চৌধুরী
—————
পথে মাঠে ঘাটে ঘুরে ফিরি আমি বাংলায় গান গাই
এমন মধুর ভাষা এ বিশ্বে কোথাও যে আর নাই
সকল হৃদয়ে সুর তাল লয়ে বাংলার সুর চাই
লড়ে গেলো যারা এ ভাষার তরে বন্দিতে তাঁরে চাই
কত কচি প্রাণ দিলো যে আহুতি তাঁহাদের তরে গাই
বিশ্বভুবনে কোত্থাও আর এমন নজির নাই।
সকল ভাষার সেরা যে বাংলা দ্বিমত কিছুই নাই
তাইতো ভাষারে ভেদাভেদ ভুলে ঊর্ধ্বে রাখিতে চাই
এসো বন্ধুরা প্রতিজ্ঞা করে একসাথে আজ গাই
গাই সবে -বলি, নাই ভেদাভেদ , বাংলা ভাষাই চাই।
————————————————————
ট্রাইটিনা —
————
১০ লাইনের কবিতা।
(প্রতিটি লাইনের অন্তিম শব্দ গুলো
নির্দিষ্ট ছকে ব্যবহৃত হয়েছে। )
প্রথম স্তবকে - গাই- ১
নাই- ২
চাই- ৩
দ্বিতীয় স্তবকে- চাই- ৩
গাই- ১
নাই- ২
তৃতীয় স্তবকে - নাই- ২
চাই- ৩
গাই- ১
অন্তিম লাইন- ১….২…..৩
গাই………নাই……….চাই