বাঁচতে দাও আমাদের বাঁচতে দাও
———————————
সুপ্রিয়া চৌধুরী
————-
মোমবাতি মিছিল ধর্ণা বৈঠক
ধর্ষিতা মৃতা মেয়েটির ছবির কাছে
জ্বলে যায় কতশত ধূপ !
শঙ্কা মনে রয় নিরাপত্তার
প্রতিবাদ এভাবে চলবে ক’দিন ?
হবে নাতো নিঃশ্চুপ !
অপরাধী যারা নিজেদের মতো চলছে নির্দ্বিধায়-
রথী মহারথী এরা ?
তাদেরে চেনো কি ?
কিংবা চিনে নিতে কে বা চাও !
আতঙ্কিত হয়ে ভয়ে বেঁচে আছি আমরা মেয়েরা
প্রতিদিন প্রতিক্ষণ
ভয়ে বেঁচে থাকা নিশ্বাসের আওয়াজ
কেউ কি শুনতে পাও ?
এখানে ওখানে এদেশে ওদেশে জ্বলে পুড়ে মোরা ছারকার হই প্রতিদিন প্রতিক্ষণ
ধুকে ধুকে মরি কেঁদে ফিরি
তবু কোথায় হাত বাড়াও ?
তোমরা সমাজের পুরুষতো নও
কাপুরুষ যত নরপিশাচ বিকারগ্রস্থ অমানুষ—
সাহস পেয়ে পেয়ে উঠেছো যে ফুলে ফেঁপে !!
এই জঘন্য অপরাধে
শাস্তি তোমাদের এমনটা চাই
ভাবলেও যেন ভবিষ্যতে শিরদাঁড়া ওঠে কেঁপে !!
প্রতিবাদ চাই ! চাই বিচার ! চাই শাস্তি ! নয় ক্ষমা,
জীবনযুদ্ধে তোমরা হারোনি
নির্ভয়া, অভয়া-তিলোত্তমা
হারিয়েছি তোমাদের আমরা অভাগা
প্রতিদিন প্রতিক্ষণ !
তোমরা রয়ে যাবে এই প্রতিবাদে
ন্যায়ের বিচারে সকলের মাঝে
তাইতো আজিকে সমবেত কণ্ঠে
প্রতিধ্বনিতে একই সুর বাজে
বাঁচতে দাও সুস্থ সমাজে আমাদের বাঁচতে দাও !!
——————————