বাবা দিবসে
———————
      সুপ্রিয়া চৌধুরী
        ————-
বাবা শেষকথা………
    বাবা….তোমার আমার পরিচয়
বাবা….আবদার,
         ..এক নিরাপদ আশ্রয়।
বাবা …বাইরে শক্ত
    কখনো শাসনে কঠিন কঠোর
বাবা ….ভেতরে নরম
           এক বুক ভরা আদর।
বাবা….ত্যাগের মূর্তি,-  
           কখনো অপত্য স্নেহে অন্ধ
বাবা ….দায়িত্বশীল,-
     বোঝার ভারে শক্ত কঠিন স্কন্ধ।
বাবা ….চিরকাল নীরব,-
             কথা বলে ভালবাসা
বাবা ….হাজার সমস্যার সমাধান,-
                  দূর হয় হতাশা।
বাবা ….নির্ভীক যোদ্ধা,
            আগলে রাখেন পরিবার
বাবা ….বেখেয়ালী নিজের চাহিদায়
       মেটান সবার চাহিদা বারবার !
বাবা ….শুধু বাবা নন, তাঁর আছে
                         পরিচয় আরো
সন্তানের কাছে এক পরিচয়
                তিনিই আসল হিরো।
——————————————-