অশ্রু ধারার কাহিনি( ট্রাইটিনা)
———————————-
সুপ্রিয়া চৌধুরী
——————-
অশ্রু বয়ে যায় অবাধ ধারায়,
বয়ান করে যায় লুকোনো হৃদয়ের কত কাহিনি,-
কত কথা,তবু নেই কিছুই!না বলা কথার অনেক বাণী।
দুঃখ বেদনা, স্তব্ধতা,-এর ও আছে এক অস্ফুট বাণী,
প্রকাশ হবে অনুভূতি টুকুই তন মন সিক্ত অশ্রু ধারায়।
কাকে বলা যায় মনের কথা? কে শুনবে এই কাহিনি ?
পড়ে থাক্ সকল ব্যথা, নাই বা জানুক আমার কাহিনি-
এক তুমি আছো প্রভু ! শোনাও তোমার অমৃত বাণী।
দূর করে দাও দুঃখ বেদনা দুচোখের এই বর্ষা ধারায়।
অঝোর ধারায় লিখবো কাহিনি ভুলে সব মুখের বাণী।
———————————————————————————-