আসরে এক বছর  (এক্রোস্টিক কবিতা)
—————————-
       সুপ্রিয়া চৌধুরী
        ————-
আসর ভরা লক্ষ্য কবি যেন এক এক রত্ন
সবার সাথে সুর মেলাতে আমিও দেখি  স্বপ্ন
রেশ রয়ে যায় কবির গানে দিনের অবশেষে
এক বছরে যা পেয়েছি হিসেব মেলাই কিসে !
কত্ত আশা ভরসা পেলাম এসে এঁদের মাঝে
বছর কখন পেরিয়ে গেলো লেখালেখির কাজে
ছন্দ  সুরের  মাত্রা নিয়েই করে গেলাম চর্চা
রয়ে গেলো এই অকবির এক বছরের  কড়চা।
———————————————

এক্রোস্টিক কবিতার নিয়মানুযায়ী-

১)প্রতিটি লাইনের আদ্যক্ষর একত্র করলে
    “আসরে এক বছর” হবে।
২)শিরোনাম টাও একই রাখা হয়েছে।
৩)বিষয় টাও একই রাখার চেষ্টা করেছি।
—————————————