আছে কি উত্তর ?
—————-
     সুপ্রিয়া চৌধুরী
      ————-
নেই হাওয়া নেই গাছের ছায়া
নেই জল নেই আলো
নতুন প্রজন্ম সামনে দাঁড়িয়ে
প্রশ্নবাণে জর্জরিত তুমি- আছে উত্তর,-বলো ?
কংক্রিটে ঢেকেছো ভোরের আকাশ
ঢেকেছো সোনালী রোদ্দুর-
সামনে তাকাও,-দেখো ! চোখ খুলে
সেই ভয়াবহ দিন নয় আর নয় বেশী দূর !!

সবুজের ছোঁয়া খুঁজে ফেরে আজও
এই যে ফেরারী মন-
কি বলবে ? যবে মুখোমুখি হবে
কচি কাঁচা যত অবুঝ মনেরে,
হয়েছে উন্নয়ন ?
প্রগতির পথে ছুটছি আমরা, করবই বাজিমাৎ !
শহরের যত সবুজ আঁচল, সাফ করে দিয়ে
চালিয়েই যাই উন্নয়নের করাত্।

বুঝে নিতে হবে এসেছে সময়
খুঁজে পেতে হবে উত্তর-
প্রকৃতি সুরক্ষায় সচেষ্ট হয়ে হোক্ না উন্নয়ন !
শুধু স্লোগানে ভর করে আর নয় চলা
বিশ্ব পরিবেশ দিবসেই শুধু নয় বলা
হবে সকলের দায় প্রকৃতি রক্ষা করা
তবেই উত্তরসূরীরাও ফিরে  পাবে
এক দূষণ মুক্ত ধরা।
—————————————