অভিমান ভুলে এসো
——————
       সুপ্রিয়া চৌধুরী
         —————
দূরে বহুদূরে কেন অভিমানী মেঘ
মানছে না মন যেন সময়ের ঠেক
সিক্ত প্রেমধারায় ভিজে যেতে চায়
নদী হয়ে ভেসে যাব প্রেম মোহনায়
চাই শুধু ওগো প্রিয় ! অভিমান ভুলে
এসো এ ধরণীপরে দাঁড়াও খানিক।

প্রশান্তির উচ্ছ্বাসে খুলে দাও দ্বার
প্রেমের আহ্বানে তুমি এসো এই বার
বরষা ধারায় ঝরো নতুন ভাষায়
দেখবো হৃদয় ভরে নতুন আশায়
অস্ফুট স্বরে বলি এইটুকু শুধু
শোনাও কাফি ঠাটে মেঘমল্লার।
——————————