আর কবে
————
সুপ্রিয়া চৌধুরী
——————
পাশবিক বীভৎসতায় বুক ভরা ক্ষোভ
দেহের প্রতিটি কোষে ক্ষত নিয়ে গেয়ে যাই গান
প্রাণময় উচ্ছ্বল পৃথিবীতে
আজ মনেহয় সবই নিষ্প্রাণ।
কত গান বাঁধি
কত সুরে চীৎকারে দামামা বাজাই
আতঙ্কিত একাকীত্বে বিভীষিকাময়
প্রতিটি প্রহর গুণে গুণে যাই ।
দেশজুড়ে হাহাকার কোথা প্রতিকার ?
আনন্দ হারিয়ে গেছে
ডুবে গেছে আঁধারের তলে
রাত নেই দিন নেই
অগুণতি দশভূজা আজ রাস্তায় মিছিলে ।
এ আঁধার কাটবে কবে ?
আলোর আঙিনায় শান্তির পাখনা মেলে
উড়বো কবে ?
বিচারের আশায় উন্মুখ মুখে প্রশ্ন শুধু একটাই-
আর কবে ?
বয়ে যায় দিন
তবু ক্ষীণ আশা নিয়ে চলি অনন্ত রাজপথে
প্রচ্ছন্ন প্রদীপ হাতে
অস্তিত্বের হদিশ খুঁজি বারংবার
ন্যায় কি মিলবে তবে ?
কবে ? আর কবে ?
———————————-